মঙ্গলবার, মার্চ ১৪, ২০১৭

খোলা জানালায় একটি চিল-চিৎকার

খাচ্ছি খাই লাগছে বেশ, হতাশ হচ্ছি নাতো


চুড়োটি বেঁধে রাখি। চুল পরে যদি
বেগুনপোঁড়া-ভাতে। সারাটি সময়-
বিকট অভাব, বুকটি ঘসে যাবে।


খাচ্ছি খাই লাগছে বেশ, হতাশ হচ্ছি নাতো


রঙ দেখি সঙ ও দেখি, ঘণ্টা ঘরে
যুজছে অবিরাম। মিনিটে সেকেন্ডে
পাল্টে যাচ্ছে দিক্ শূন্য বিশ্ব-গ্রাম।


খাচ্ছি খাই লাগছে বেশ, হতাশ হচ্ছি নাতো


বি-পজিটিভ। মিলিজুলি নেই রক্তে। সবই
আছে ঠিকঠাক। বুকের গভীরে যাকিছু,
সবটুকু, সবটুকু দানপত্রে লিখেনি কেউ।


খাচ্ছি খাই লাগছে বেশ, হতাশ হচ্ছি নাতো

বৃহস্পতিবার, মার্চ ০২, ২০১৭

প্রণয় কথা

মুখ চেপে ছিলো।
চোখ ঢেকে ছিলো।
কানসেও।
অনেকটা সময়।

স্বেচ্ছায় দূরে থাকাকে-
'চরম প্রাপ্তিবলেযারা উদ্বাহু
হয়ে নেচেছে এতটা কালসে
পরিত্যক্ত জলাশয়ের ধারেতাদেরই
ছায়া চলাচলঘন হতে লাগলোপুনরায় !

জলের বুকে বাতাসের দোলায় ভাসছে,
না ডুবে যাওয়াএকটি পুরো বাক্য-
আমি নিজেকে ভুলে যেতে চেয়েছি শুধু

শুক্রবার, ডিসেম্বর ২৫, ২০১৫

একটি সাক্ষাৎকার

চোখে চোখ রাখ, চোখ নামিও না প্লিজ 
যা বলতে চাও, সোজাসুজি, স্পষ্ট বলো।

উচ্চারণ আগে নিজের কানে তুলে নিও,
বিড়বিড় করা এখন আর মানায় না।
নিজের ভেতর মুক্ত হতে সময় লাগে,
সব কপাট ক্যাজুয়ালি খোলে না। সব
জানালায় সমান আলো আসে না।
সরলরেখা টানা সহজ নয় মোটে।

কে মাপে কাকে? জীবন চক্রাকারে ঘুরছে।
গতি, ঘূর্ণন শূন্যের মান নির্ভর।
আমি ও আমার গণ্ডির বাইরে যে সকল
বৃত্ত, সেখানকার আলো আরও অনেক স্বচ্ছ।
অনেক উজ্জ্বল।
চোখে জমা ময়লা আড়াল করে দেয়,
অসীম চরাচর।
আকাশ আর পৃথিবীর মাঝে লটকে থাকা
প্রাণের খেলা, বড় রোমাঞ্চকর।
বড় রহস্যময়।

চোখে চোখ রাখ, চোখ নামিও না প্লিজ
যা বলতে চাও, সোজাসুজি, স্পষ্ট বলো।
সরলরেখা টানা সহজ নয় মোটে।

গান্ধর্বলিপি

হাঁটতে হাঁটতে দেখা, যা ছিল অচেনা
পরিচয় পর্বেই তাড়া লাগালো
ঘড়ির কাঁটা,
প্রভাত ফেরি রোদ ওঠার সাথে
শেষ করতে হয়। আলোতে মানুষের
ক্ষিধে পায়, ব্যাস্ততা বাড়ে পথের।

একাকী দিন, প্রগাঢ় অন্ধকারে

কখনো তো চাইনি ফুলেল পথ
তা বলে এতো কাঁটা বিছানো হবে?

পাংচারের তালিতে ভরাট পা দু'খানা
লাফিয়ে চলেছে অন্দরে-বাহিরে।

রক্তমাখা পুরনো ব্যান্ডেজে ভরে আছে
নিগমের আঁস্তাকুর সেই জন্মকাল থেকে।

জগৎ মাতার পুজো প্রদর্শনে রাস্তা
এঁটে দিচ্ছে জ্যামার সব ব্যাস্ত পায়ে।

পাহাড়ের জল ও সমতলে স্নানযাত্রা
এখনও নিয়ন্ত্রিত বেনিয়ার দূরবীণে।

কালভার্টের ঢাকনা তুলে একাকী
সেঁধিয়ে যায় দিন, প্রগাঢ় অন্ধকারে।

কখনো তো চাইনি ফুলেল পথ
তা বলে এতো কাঁটা বিছানো হবে?